‘কব্জিকাটা গ্রুপ’র টুন্ডা বাবু গ্রেপ্তার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১৮:১৩

ঢাকার মোহম্মদপুরের কিশোর গ্যাং ‘কব্জিকাটা গ্রুপের’ অন্যতম প্রধান বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।


বুধবার নড়াইলের লোহাগড়া থানার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


টুন্ডা বাবুকে (৩১) গ্রেপ্তার খবর দিতে বৃহস্পতিবার ঢাকায় কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে আসেন র‍্যাব-২-এর পরিচালক ডিআইজি খালিদুল হক হাওলাদার।


তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় সে ও তার গ্যাংয়ের লোকজন মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ করতো।”


র‌্যাব-৬ এর সহায়তায় টুন্ডাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিআইজি খালিদুল।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ে সামুরাই ও ছুরি হাতে টুন্ডা বাবু তার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে শোডাউন করেন। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও