You have reached your daily news limit

Please log in to continue


মহাকাশে হারাল জেফ বেজোসের ৮ কোটি ৮০ লাখ ডলারের স্যাটেলাইট

মহাকাশে হারিয়ে গেল ধনকুবের জেফ বেজোসের একটি মিথেন ট্র্যাকিং স্যাটেলাইট।

গত ২০ জুন বিচ্ছিন্ন হয়ে যায় ২০২৪ সালের মার্চে উৎক্ষেপণ করা আট কোটি ৮০ লাখ ডলারের ‘মিথেনস্যাট’ নামের ওই স্যাটেলাইটটির সংকেত। এ সময় তেল ও গ্যাস উৎপাদন করা অঞ্চলের মিথেন নির্গমন পরিমাপ করছিল স্যাটেলাইটটি।

স্যাটেলাইটটি পরিচালনা করত মার্কিন অলাভজনক সংগঠন ‘এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড’। তারা বলছে, নিজের শক্তি হারিয়ে ফেলেছে এটি এবং ‘সম্ভবত এটিকে আর ফিরে পাওয়া যাবে না’। স্যাটলাইটটিকে সর্বশেষ শনাক্ত করা গেছে নরওয়ের আকাশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন