You have reached your daily news limit

Please log in to continue


সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন

কর্মচারীদের আপত্তির মুখে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

সেখানে বলা হয়, “লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।”

কর্মক্ষেত্রে অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণসহ বিভিন্ন অপরাধের দায়ে এক মাসের নোটিসে সরকারি কর্মচারীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করেছিল সরকার।

তবে কর্মচারীদের পক্ষ থেকে এ নিয়ে প্রবল আপত্তি তোলা হয়। গত একমাস ধরে সচিবালয়ে বিক্ষোভ, অবরোধসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন কর্মচারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন