ভেলপুরি বিক্রেতার কাছ থেকে মা জেনেছিলেন, ছেলে তাঁর ছয় বলে ছক্কা মেরেছে

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১৭:৪৯

চার দশক কেটে গেছে। তবু ১৯৮৫ সালের জানুয়ারির এক সন্ধ্যার স্মৃতি এখনো স্পষ্ট লক্ষ্মী শাস্ত্রীর মনে। ছেলের কীর্তি বলে কথা! মায়ের নামের সঙ্গে শাস্ত্রী দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। কীর্তিটা কী? ছয় বলে ছয় ছক্কা।


টি-টোয়েন্টির যুগে এটার মাহাত্ম্য হয়তো খানিকটা কমেছে। প্রতিনিয়ত না হলেও কালেভদ্রে হয়েই থাকে। তবে রবি শাস্ত্রী যখন ছয় বলে ছয়টি ছক্কা মেরেছেন, তখন ক্রিকেট ইতিহাসে এই কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটসম্যান।


রবি শাস্ত্রী ৬ ছক্কা মেরেছেন রঞ্জি ট্রফির ম্যাচে। মুম্বাইয়ের হয়ে বরোদার বাঁহাতি স্পিনার তিলক রাজের বলে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় বলে ৬ ছক্কা মারা গ্যারি সোবার্স মেরেছিলেন ইংলিশ কাউন্টিতে, নটিংহামশায়ারের হয়ে গ্ল্যামরগনের বাঁহাতি স্পিনার ম্যালকম ন্যাশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও