শাকিবের নামের আগে ‘মেগাস্টার’, আসলে জাহিদ হাসান কী বলেছিলেন
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১৭:৪৪
‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর ঢালিউডে নতুন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। ‘বরবাদ’ এর পরে ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ নিয়েও আলোচনায় রয়েছেন। এই সাফল্যে ঢালিউড কিং থেকে এই তারকার নামের আগে এখন যোগ করা হচ্ছে মেগাস্টার শব্দ। এই নিয়ে বিভিন্ন সময়ই পক্ষে-বিপক্ষে কথা শোনা যায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তৈরি হয়।
সম্প্রতি শাকিবের নামের আগে মেগাস্টার শব্দ ঘিরে অভিনেতা জাহিদ হাসানের একটি বক্তব্য নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয় দাবি জাহিদ হাসানের। এই ভুল–বোঝাবুঝি নিয়ে কথা বলেছেন জাহিদ হাসান। এই অভিনেতা মেগাস্টার নিয়ে কী বলেছিলেন, কীভাবে দেখেন শাকিব খানকে?