You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় শিশুকে ডায়পার র‌্যাশ থেকে বাঁচাবেন যেভাবে

বর্ষাকালে যেকোন ভেজা জিনিসই একটু বেশি স্যাঁতসেঁতে হয়ে থাকে। তাই এসময় শিশুদের দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে রাখলে তা থেকে ত্বকের নানান জটিলতা দেখা দিতে পারে। অনেক মা-বাবাই প্রায় তিন বছর বয়স পর্যন্ত সন্তানকে ডায়াপার পরিয়ে রাখেন। ডায়পার নির্ভরতার কারণে টয়লেট ব্যবহার করতে শিখতেও দেরি হয় শিশুর।

আবার এটি ব্যবহারের সময়, নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশুর অস্বস্তি হয়, তা ছাড়া ত্বকও জ্বালা করে। বর্ষার সময়ে ভেজা, স্যাঁতসেঁতে পরিবেশে ডায়াপার থেকে ত্বকে র‌্যাশও হয় শিশুর। সেখানে জীবাণু সংক্রমণও ঘটতে পারে। তাই জেনে নিন ডায়াপার থেকে শিশুর ত্বকে কী ধরনের সমস্যা হতে পারে-

১. শিশুর ত্বকে ধারাবাহিক ভাবে ফুসকুড়ি, চুলকানির সমস্যা হতে পারে। এমন হলে গুরুত্ব নিয়ে দেখা প্রয়োজন।

২. এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে থাকা শিশুদের মধ্যে একজিমা দেখা দিতে পারে। এগুলো দেখতে র‌্যাশ, ফুসকুড়ি, লালচে ফোঁড়ার মতো হতে পারে।

৩. আরও এক ধরনের র‌্যাশ হয়, যাকে বলে আরটিকেরিয়া। দুই থেকে তিন বছরের শিশুদের ত্বকে এমন অ্যালার্জি হতে পারে।

শিশুর ত্বকে এসব সমস্যার সমাধানে অভিভাবকরা যা খেয়াল রাখবেন-

১. ডায়াপার কেনার আগে অবশ্যই ভাল করে এর কাপড় যথেষ্ট নরম ও সুতি কিনা দেখে নিন। কোনো সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।

২. বাইরে বেরোনোর সময় শিশুকে ডায়াপার পরালে, একটু পর পর তা পরীক্ষা করুন। ভিজে গেলে সঙ্গে সঙ্গে ডায়াপার বদলে দিন।

৩. রাতভর শিশুকে ডায়াপার পরাবেন না। এতে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়। একটানা ডায়াপার পরিয়ে রাখলে ত্বকে ঘষা লেগে র‍্যাশ, অ্যালার্জি হয়। ত্বক লালচে হয়ে ফুলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন