
২০২৪ সালে ১০ ব্যাংকের আমানত কমেছে ২৩ হাজার ৭০০ কোটি টাকা
আর্থিক অনিশ্চয়তার সময়ে আমানতকারীরা সাধারণত তাদের টাকা সমস্যাগ্রস্ত ব্যাংক থেকে তুলে নিয়ে অপেক্ষাকৃত ভালো ব্যাংকগুলোতে সরিয়ে নেন। ২০২৪ সালেও ঠিক তাই দেখা গিয়েছিল। গতবছর ১০টি ব্যাংক থেকে মোট ২৩ হাজার ৭০০ কোটি টাকা সরিয়ে নিয়েছিলেন আমানতকারীরা।
এই টাকার বেশিরভাগই অন্য ব্যাংকগুলোতে রাখা হয়েছিল। ফলে কিছু ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি স্বাভাবিকের তুলনায় বেশি। কোনো কোনো ক্ষেত্রে আমানত বেড়েছে ৩২ শতাংশ পর্যন্ত। এক্ষেত্রে ভালো ব্যাংকগুলোর আমানত বেড়েছে সবচেয়ে বেশি।
যেমন, এক ওষুধ কোম্পানির মধ্যম পর্যায়ের কর্মকর্তা জাকির হোসেনের কথাই ধরা যাক।
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের পর তিনি আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিত শরিয়াহভিত্তিক এক ব্যাংক থেকে তার সঞ্চয় করা কয়েক লাখ টাকা তুলে নিয়ে ভালো ব্যাংকে রাখেন।
এমন কাজ তিনি একাই করেননি। হাজার হাজার আমানতকারী তাদের টাকা আরও ভালো ব্যাংকগুলোয় সরিয়ে নিয়েছেন।
তবে কয়েকটি সমস্যাগ্রস্ত ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় অনেক আমানতকারী টাকা উঠিয়ে নিতে পারেননি। পরে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দেওয়ায় অবশ্য ব্যাংকগুলোর পরিস্থিতির উন্নতি হয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যাংক আমানত