
এখন বিদেশ থেকে আনা যাবে সোনার বার
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।
আল-আমিন শেখ বলেন, বিদ্যমান ব্যাগেজ রুলস আরো কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে গত ২ জুন এনবিআর নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা আজ (২ জুলাই) থেকে কার্যকর হবে। বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দপ্তরগুলোর মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের বাগেজ সুবিধা বৃদ্ধিসহ বেশকিছু বিষয়ে সংশোধন করা হয়েছে।
পরিবর্তনের বিষয়ে আল-আমিন শেখ জানান, বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন, এমন প্রবাসী বাংলাদেশি কোনো শুল্ক-কর না দিয়ে বছরে ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।