
যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, তা এখনো অর্জিত হয়নি: নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা সে জন্য মনে করি, এই মুহূর্তে প্রধান কাজ, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে জনগণের শাসন কায়েম করা। আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব।’
আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে যান নজরুল ইসলাম খান।
একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, জনগণ খুব ভালো জানে যে, কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এ দেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে।’