রাজস্থানে শিশুসহ একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

www.ajkerpatrika.com রাজস্থান প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ২০:৫৩

ভারতের রাজস্থানের বাড়মের জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে এক দম্পতি তাঁদের দুই শিশুসহ বাড়ির পাশের একটি পানির ট্যাংকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার আগে কবিতা তাঁর ৮ বছরের ছেলে রামদেবকে মেয়ে সাজিয়ে ভিডিও করেন এবং কিছু ছবি তোলেন। তিনি রামদেবকে নিজের শাড়ি পরিয়ে দেন। মাথায় টিকলি, ঘোমটা দিয়ে নতুন বউয়ের মতো করে সাজান। এমন সুন্দর, সুখী মুহূর্তের পরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে, যা এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতরা হলেন শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২) এবং তাঁদের দুই ছেলে বজরং (৯) ও রামদেব (৮)। মৃতদেহগুলো বাড়ির প্রায় ২০ মিটার দূরের একটি পানির ট্যাংকে পাওয়া গেছে। পুলিশ সেগুলো উদ্ধার করেছে এবং আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে। বুধবার ভোরে স্বজনদের উপস্থিতিতে মৃতদেহগুলো ট্যাংক থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে দম্পতির শ্বশুরবাড়ির লোকজনকে ঘটনা জানানো হলেও তারা পরদিন সকালের আগে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও