
উত্তরসূরি নির্বাচনের পরিকল্পনা ঘোষণা দালাই লামার, বাগড়া চীনের
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন বলে নিশ্চিত করেছেন। বুধবার ভারতের হিমাচল প্রদেশে ধর্মীয় নেতাদের এক সমাবেশে দালাই লামার ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে বিশ্বজুড়ে ৬০০ বছরের পুরোনো দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছেন তিনি।
দালাই লামার এই ঘোষণা তিব্বতিদের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের জন্যও এক ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ তাদের অনেকেই নেতাবিহীন ভবিষ্যতের আশঙ্কা করেছিলেন। যারা দালাই লামাকে অহিংসা, সহানুভূতি এবং চীনা শাসনের অধীনে থাকা তিব্বতের সাংস্কৃতিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতীক হিসেবে দেখেন।
বর্তমান দালাই লামার নাম তেনজিন গিয়াৎসো। তিনি দালাই লামার ১৪তম পুনর্জন্ম বলে মনে করেন তিব্বতীয়রা। তিব্বতের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে নিরলস লড়াইয়ের জন্য অনুসারীদের কাছে বিশেষ সম্মান পেয়ে থাকেন দালাই লামা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উত্তরসূরি
- এইচ দালাই লামা