
চালকলের মিটার চুরি করে রেখে গেছে মুঠোফোন নম্বর
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে ৯টি চালকল থেকে বিদ্যুতের মিটার চুরি হয়েছে। তবে সেখানে বিদ্যুতের খুঁটির নিচে চিরকুটে মুঠোফোন নম্বর দিয়ে গেছে চোর চক্র। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর গ্রাম ও নবাবগঞ্জ উপজেলা সদরে হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে মেসার্স তামিজ হাসকিং মিলের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামানসহ ভুক্তভোগীরা নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে তাঁরা বলেন, চিরকুটে লেখা নম্বরে যোগাযোগ করেছিলেন। মিটার ফিরে পেতে তিন হাজার থেকে আট হাজার টাকা দাবি করেছে চোর চক্র।
ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত চালকল মিলে বিদ্যুতের সংযোগ ছিল। পরে ওই রাতে বৃষ্টি শুরু হয়। তখন বাড়িতে শুয়েছিলাম। রাত তিনটার দিকে চালকল চালু করতে গিয়ে দেখি, কারেন্টের লাইন নেই। কারেন্টের পোলে গিয়ে দেখি মিটার নেই।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- মিটার চুরি