পৃথিবীর প্রাচীনতম শিলার সন্ধান

প্রথম আলো প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১৮:৩৭

কানাডার উত্তর কুইবেকে নুনাভিকের ইনুকজুয়াক নামের একটি গ্রামের কাছে পৃথিবীর প্রাচীনতম শিলা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান, শিলাগুলোর আনুমানিক বয়স ৪১৬ কোটি বছর। এসব প্রাচীন শিলায় হেডিয়ান যুগের তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই আবিষ্কারের তথ্য।


দীর্ঘদিন থেকেই পুরোনো শিলার তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর শুরুর সময়কার তথ্য সংগ্রহ করছেন বিজ্ঞানীরা। আর তাই খোঁজ পাওয়া শিলাগুলো বিশ্লেষণ করে হেডিয়ান যুগের তথ্য জানতে চান বিজ্ঞানীরা। ২০১৭ সালে প্রথম শিলাগুলোর খোঁজ পাওয়া যায়। সে সময় অনুমান করা হয়েছিল, শিলাগুলোর বয়স ৩৭৫ থেকে ৪৩০ কোটি বছর হতে পারে। এরপর উন্নত রেডিওমেট্রিক ডেটিং কৌশল ব্যবহার করে দেখা যায়, আগ্নেয়গিরির স্তর ভেদ করে আসা শিলাগুলোর বয়স ৪১৬ কোটি বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে