ঋতুপর্ণার ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের পথে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১৭:৪৭

ফ্রি কিকের প্রথম প্রচেষ্টা রক্ষণ দেয়ালে বাধা পাওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নিলেন ঋতুপর্ণা চাকমা। মিয়ানমারের প্রচণ্ড চাপ সামলে এই গোল আগলে রেখে বিরতিতে গেল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আবার ঋতুপর্ণার ঝলক। মিয়ানমারের বিপক্ষে অভাবনীয় এক জয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে বড় লাফ দিল বাংলাদেশ।


মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে হারিয়েছে হারিয়েছে বাংলাদেশ। ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। শেষ দিকে ব্যবধান কমান মিয়ানমারের উইন উইন।


বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে উঠল পিটার জেমস বাটলারের দল। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করা মিয়ানমারের পয়েন্ট ৩।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও