জানালা ও আসবাব থেকে সহজেই দাগ তুলবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১৬:২১

বাড়ির জানলা দরজায় হোক বা আসবাব পত্র ময়লার আস্তরণ পড়লে তা তুলতে গিয়ে রীতিমতো বেগ পোহাতে হয়। ছুটির দিনের অর্ধেক বেলা কেটে যায় শুধু সাফাই করতে করতেই। জেনে নিন কীভাবে খুব সহজেই বাড়ির জানলা, দরজার বা আসবাবপত্রের কাচ পরিষ্কার করবেন?


১০টির মতো টি-ব্যাগ বা বেশ খানিকটা চায়ের পাতা নিয়ে জলে ভিজিয়ে রেখে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে সেটি দিয়েই অনায়াসে কাচের জিনিস পরিষ্কার করতে পারবেন বাড়ির। কীভাবে তৈরি করবেন এ মিশ্রণ জেনে নিন।


৩০০ মিলিলিটার পানিতে চা পাতা দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে চায়ের লিকার তৈরি করুন। এরপর ঠান্ডা করে মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিয়ে ব্যবহার করতে পারেন।


মনে রাখবেন কাচের জানলা দরজা বা আসবাবপত্রে এ মিশ্রণ দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মিনিট দশেক রেখে এরপর একটি পাতলা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন।


ভালো ফল পেতে ব্যবহার করতে পারেন কাপরের বদলে পুরনো খবরের কাগজও। তবে কাগজ দিয়ে পরিষ্কার করলে কাচের গায়ে কম পরিমাণে এ মিশ্রণটি স্প্রে করবেন। নাহলে কাগজ ওই মিশ্রণে ভিজে গেলে আসবাবপত্র বা জানলা দরজার কাচ পরিষ্কার করতে অসুবিধা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও