মারা গেছেন ‘সাগরের তীর থেকে’ গানের কণ্ঠশিল্পী জীনাত রেহানা

ডেইলি স্টার প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১৫:৫২

বাংলাদেশের প্রেক্ষাপটে কালজয়ী গান হিসেবে বিবেচিত 'সাগরের তীর থেকে' গানের কণ্ঠশিল্পী জীনাত রেহানা মারা গেছেন।


আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীনাত। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিল্পীর মেয়ে রেহনুমা কামাল।


পারিবারিক সূত্রে জানা গেছে, যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।


এই প্রতিবেদন লেখার সময় তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বনানীর পথে রওনা হয়েছেন।


জীনাত রেহানা ১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও