ফিফা ক্লাব বিশ্বকাপ : কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১৩:৫০

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর খেলা সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে ম্যাক্সিকান ক্লাব মন্তেরে ও জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া র্ড্টমুন্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে নকআউট পর্বের প্রথম রাউন্ডের খেলা হয়। এতে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালে কোন ৮ দল জায়গা করে নিতে পেরেছে।


এবারের ক্লাব বিশ্বকাপে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বরুশিয়া। মন্তেরেকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।


এর আগে কোয়ার্টারে উঠেছে ব্রাজিলিয়ান দুটি ক্লাব- পালমেইরাস ও ফ্লুমিনেন্স, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল, জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ, ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজি ও স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ।


এখন ভক্তদের প্রশ্ন- কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে?


ক্লাব বিশ্বকাপের আয়োজকদের সাজানো ফিক্সচার অনুসারে প্রথম কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হবে পালমেইরাস। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আল হিলালের মোকাবেলা করবে ফ্লুমিনেন্স।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও