You have reached your daily news limit

Please log in to continue


আম্পায়ার ভুল স্বীকার করেছেন, শাস্তির পর দাবি স্যামির

বারবাডোজ টেস্টে কিছু ভুল আম্পায়ারারা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করলেন ড্যারেন স্যামি। ভুলের কড়া সমালোচনা করে শাস্তি পেলেও কোনো ক্ষোভ পুষে রাখেননি ওয়েস্ট ইন্ডিজের কোচ। বরং ওই আম্পায়ারকে শুভ কামনা জানালেন তিনি পরের টেস্টের জন্য।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টককে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় স্যামিকে। তার নামের পাশে যোগ করা হয় একটি ডিমেরিট পয়েন্ট। কোচ হিসেবে প্রথমবার এমন ডিমেরিট পয়েন্ট পেলেন ক্যারিবিয়ানদের সাবেক এই অধিনায়ক।

দুই দল এখন আছে গ্রেনাডায়। বৃহস্পতিবার এখানেই শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার স্যামি বললেন, ঘটনার পরে আম্পায়ারদের সঙ্গে তার আরও বিস্তারিত আলোচনা হয়েছে।

“সেদিন আমি বলেছিলাম, সংবাদ সম্মেলনে যে ধরনের প্রশ্ন ছুটে যাবে, আমার কোনো ক্রিকেটারকে সেখানে পাঠাতে চাই না আমি। এরপর আমাদের আরও আলোচনা হয়েছে (ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে)। কিছু ব্যাপার তারা ব্যাখ্যা করেছেন। ভুল মেনে নেওয়ার কিছু ব্যাপারও ছিল।”

“সেটা ছিল বারবাডোজ, এখন আমরা আছি গ্রেনাডায়। আমরা তাই সেসব পেছনে ফেলে এসেছি।”

স্যামি তার মন্তব্যে এমন অভিযোগ করেছিলেন যে, ইংল্যান্ড সফরে থেকে ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে তাদের পেছনে লেগে আছেন আম্পায়ার হোল্ডস্টক। তার শাস্তির পেছনে বড় ভূমিকা ছিল ওই মন্তব্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন