You have reached your daily news limit

Please log in to continue


জুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছার ব্যাপারে আশাবাদী আলী রীয়াজ

চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটা অবস্থানে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শুরুতে আলী রীয়াজ এই আশার কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আমি আশাবাদী, আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব, জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে একটা জায়গায় যেতে পারব।’

আজকের বৈঠকে আগের কয়েকটি অসমাপ্ত বিষয় নিয়ে আবার আলোচনা হওয়ার কথা। এর মধ্যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচনপ্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আলোচনার শুরুতে জুলাই শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

জুলাই আন্দোলনের কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, ‘এক বছর আগে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম। আজ এক বছর পর রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য একতাবদ্ধ হয়ে আলোচনা করছি। যেন রাষ্ট্রকাঠামো পরিবর্তনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র আমরা তৈরি করতে পারি। যেন নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়। যেন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় আমাদের। এটা আপনাদের অবদান, আপনাদের কর্মীদের অবদান, নাগরিকদের অবদান।’

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনকে জনগণের সাফল্য বলে উল্লেখ করেন আলী রীয়াজ। তিনি বলেন, জনগণের সে সাফল্য, শুধু একপর্যায়ে থেমে গেলে হবে না, এটাকে সুরক্ষিত করতে হবে। সে সুরক্ষার উপায় হচ্ছে যেন সংস্কারের কার্যক্রমে এগিয়ে যাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন