ঘানার দক্ষিণপূর্বাঞ্চলের ‘গা’ জাতির অনেক মানুষ মৃতদের অদ্ভুত কফিনে সমাহিত করেন। সুইজারল্যান্ডের অ্যাকাডেমিক রেগুলা রুৎশুমি দীর্ঘ ২০ বছর এসব অদ্ভুত সমাহিতের ছবি তুলেছেন। এমনকি এ নিয়ে বই লিখেছেন। যেখানে ২০০৪ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন অন্তোষ্টিক্রিয়ার ছবি রয়েছে—
ঘানার গ্রেটার আক্কারার নুনগুয়া গ্রামের সর্বোচ্চ নেতা নীল আগবেটেকোরের অন্তোষ্টিক্রিয়ার ছবি। তার মরদেহ রাখা হয়েছিল সিংহ আকৃতির একটি কফিনে। ২০২৪ সালে এটি অন্যতম জাঁকজঁমকপূর্ণ একটি অন্তোষ্টিক্রিয়া ছিল।