‘অনিয়ম ও দুনীতিতে’ ডুবতে বসা আরও বেশ কয়েকটি ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পট পরিবর্তনের পর ব্যাংক খাতের জন্য গঠিত টাস্কফোর্স দ্বিতীয় ধাপে ‘১১টি ব্যাংকের’ অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এজন্য প্রথম দফার মত এবারও বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব ব্যাংক দুর্বল ও আর্থিক সংকটের মধ্যে রয়েছে সেগুলোর একিউআর করার সিদ্ধান্ত হয়েছে।
এজন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি তুলে ধরেন।
তবে কয়টি ব্যাংকের একিউআর করা হবে এবং সেগুলোর নাম বলেননি তিনি।
তিনি বলেন, এটা দ্বিতীয় ধাপের একিউআর। প্রথম ধাপে আরও কয়েকটি ব্যাংকের করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন করে আরও ১১টি ব্যাংকের একিআর করার সিদ্ধান্ত এসেছে।
এর আগে বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছয়টি ইসলমি ধারার ব্যাংক– এক্সিম, সোস্যাল ইসলামী, আইসিবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের একিউআর করা হয়।
পট পরিবর্তনের পর ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতির তথ্য সামনে আসার মধ্যে বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতের টাস্কফোর্স গঠন করে।