You have reached your daily news limit

Please log in to continue


আবু সাঈদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আজ জুলাই পদযাত্রা শুরু করেছি। পীরগঞ্জের পবিত্র মাটি থেকে, যেখানে আবু সাঈদ শায়িত আছেন। তার কবর জিয়ারতের মাধ্যমে আমাদের পদযাত্রা শুরু করছি।

তিনি বলেন, আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদ এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আজ মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় এসব বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ পহেলা জুলাই—জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি শুরু হচ্ছে। ঠিক এক বছর আগে এই পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। যে আন্দোলনে আবু সাঈদসহ শরিক হয়েছিল হাজারো-লাখো তরুণ ছাত্র-জনতা।

কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়, গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়। এই পতন ঘটাতে ভূমিকা পালন করেছিল আবু সাঈদের মৃত্যু। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর ঘটনা যখন আমরা শহীদ মিনার থেকে শুনতে পেয়েছিলাম, পুরো বাংলাদেশ তখন শোকে-দ্রোহে কেঁপে উঠেছিল, বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন