
বিএনপির পররাষ্ট্রনীতি হবে ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক
ক্ষমতায় গেলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের পররাষ্ট্রনীতি ও কূটনীতিতে ভারসাম্যপূর্ণ নতুন ধারা চালু করতে চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, কোনো দেশের ওপর একক নির্ভরশীলতা থাকলে দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হয় না। তাই আগামীতে বিএনপির কূটনীতির মূল ভিত্তি হবে একক নির্ভরশীলতা থেকে বেরিয়ে বহুপাক্ষিক সম্পর্ক গড়া।
বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের মাল্টিলেটারাল রিলেশনশিপ। আমরা কখনও একক দেশকেন্দ্রিক নীতি গ্রহণ করি না। বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, কূটনৈতিক সম্পর্ক ছিল বহুপাক্ষিক। সবার সঙ্গে সম্পর্ক, কোনো এক দেশকেন্দ্রিক নীতি নয়—এটা খুবই পরিষ্কার।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং কেউ হস্তক্ষেপ করবে না- এটার ভিত্তির ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। এই তিনটির ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা দুইবার পদক্ষেপ নিয়েছি, তাদের দুইবার ফেরত পাঠিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়া ফেরত দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা তো এটাকে বিপর্যয়কর করে রেখে গেছে। তারা বিভিন্ন দেশকে খুশি করতে গিয়ে রোহিঙ্গা সংকট আরো প্রকট করেছে। সুতরাং আমরা আগের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি করে তাদেরকে ফেরত পাঠাবো।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢাকা পোস্টকে বলেন, ‘বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। জিয়াউর রহমান সার্ক গঠন করেছিলেন। আমাদের পার্শ্ববর্তী ৭টি দেশ মিলে এটা একটা অ্যাসোসিয়েশন। যেকোনো সমস্যার আলাপ-আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়ে যায়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সার্ককে পুরোপুরি অকার্যকর করেছে। তারা একটা দেশকে প্রাধান্য দিয়েছে। আশা করছি, ভবিষ্যতে সার্ক কার্যকরভাবে সক্রিয় হবে।’
তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনেকগুলো পররাষ্ট্রনীতি থাকবে। সেখানে চীনের জন্য একটা পররাষ্ট্রনীতি থাকবে, আমেরিকার জন্য একটা, যুক্তরাজ্যের জন্য আরেকটা এবং পার্শ্ববর্তী দেশের জন্য আলাদা পররাষ্ট্রনীতি থাকবে। ভিন্ন ধরনের বিদেশনীতি দিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া কাজ করেছেন। আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশের মানুষ যেন সম্মানবোধ করে সেটাকে ধরে রেখে কাজ করবেন।’