You have reached your daily news limit

Please log in to continue


বন্ধু খোঁজা থেকে ব্র্যান্ড গড়ার কারিগর সোশ্যাল মিডিয়া

‘সোশ্যাল মিডিয়া’ শব্দ দুটো আজ যেমন পরিচিত, ঠিক তেমনভাবে পরিচিত ছিল না বিশ বছর আগেও। সেই সময় ইন্টারনেট ছিল ধীরগতির, ডিভাইস ছিল হাতে গোনা, আর ‘বন্ধু খোঁজা’ মানেই ছিল অরকুটে গিয়ে স্ক্র্যাপ লেখা কিংবা টেস্টিমোনিয়াল দেওয়া। ২০০৪ সালে গুগলের তৈরি করা প্ল্যাটফর্ম অরকুট অনেকের কাছেই ছিল, প্রথম অনলাইন পরিচয়ের জানালা। ফটো আপলোড, প্রোফাইল সাজানো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, কমিউনিটি তৈরি এসব ছিল যেন ডিজিটাল সামাজিকতার শুরুর গল্প।

এরপর আসে ফেসবুক। ২০০৪ সালে হার্ভার্ডের ছাত্র মার্ক জুকারবার্গের হাত ধরে শুরু হলেও, ফেসবুক ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অরকুটের সরল অভিজ্ঞতা থেকে এক ধাপ এগিয়ে ফেসবুক নিয়ে আসে সম্পর্ক রক্ষার পাশাপাশি নতুন করে প্রকাশের এক প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও, স্ট্যাটাস, আর পোক করার মধ্য দিয়ে মানুষ নতুনভাবে নিজেদের উপস্থাপন করতে শুরু করে। সেই সময়ের ফেসবুক ছিল অনেকটা খোলা চিঠির মতো। সবাই সবার কথা জানত, মতামত দিত, আর ডিজিটাল বন্ধুত্ব গড়ত আন্তরিকতায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন