জামানত ধরে রাখায় অগ্রণী ব্যাংকের জরিমানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৯:২৫

সময় শেষ হওয়ার পরেও জামানত ধরে রাখায় বাংলাদেশ ব্যাংকের জরিমানার মুখে পড়েছে অগ্রণী ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে, কেন্দ্রীয় ব্যাংককে না জানিয়ে তারা ১১টি ‘ননব্যাংকিং’ জামানত দীর্ঘদিন ধরে রেখেছে। এর মধ্যে ছয়টি সম্পদের বিপরীতে তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।


কোনো গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর তার যে জামানত ব্যাংকের মালিকানায় চলে আসে, সেটাই ‘নন ব্যাংকিং’ সম্পদ।


ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংকের কাছে এ ধরনের জামানত বা সম্পদ থাকলে তা সাত বছরের মধ্যে বিক্রি করে দিতে হয়। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে তা আরও ৫ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।


কোনো গ্রাহক যখন খেলাপি হন, তখন ঋণদাতা ব্যাংক তার জামানতের মালিকানা পাওয়ার জন্য অর্থঋণ আদালতে মামলা করেন। অর্থঋণ আদালত আইনের ৩৩ ধারা অনুযায়ী, গ্রাহকের যে সম্পদ জামানত হিসেবে রয়েছে, তা ব্যাংকের নামে ডিক্রি করে দেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও