৬ বছর সংসারের পর হঠাৎই সংসার ভাঙার খবর শোনালেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি।
কনা ও ইফতেখার গহীনের বিচ্ছেদের খবর ভক্তদেরও খানিকটা চমকে দিয়েছে। কারণ দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সকলে।
তবুও দু’জনের পথচলা আলাদা হয়ে গেল বিয়ের ৬ বছরের মাথায়।