You have reached your daily news limit

Please log in to continue


পন্ত কতটা গিলক্রিস্ট, কতটা পন্ত

ধারাভাষ্যকার ‘ভালো’ হলে টিভিতে খেলা দেখার আনন্দটা বেশি। ভালো বলতে আসলে তাঁরা খেলার চার, ছক্কা, উইকেটের বাইরের ছোট গল্পগুলো তুলে ধরতে পারেন। খেলার মধ্যে খেলাগুলো চোখ এড়ায় না। এই মাইক আথারটনের কথাই ধরুন।

সেদিন হেডিংলিতে ঋষভ পন্ত ইনিংসের প্রথম ২৩ বল খেলার পর নিজেকে কিছু একটা বলছিলেন। স্টাম্প মাইকের সৌজন্যে সেটি আথারটনের কানে গেল। কিন্তু কথা তো হিন্দিতে। আথারটন তো তা বোঝেন না। সমস্যা নেই—পাশেই ছিলেন দীনেশ কার্তিক। পন্ত কী বলেছেন, সেটি জানা গেছে তাঁর সৌজন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন