You have reached your daily news limit

Please log in to continue


পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে

যখন তখন বৃষ্টিতে পড়তে হচ্ছে। প্রস্তুতি না থাকায় সঙ্গে থাকা স্মার্টফোন ভিজে নষ্ট হচ্ছে। যদিও ফোন কোম্পানি থেকে বলাই থাকে ফোন ওয়াটারপ্রুফ। এমনকি এখন বেশিরভাগ ফোনেই ওয়াটার রেজিসট্যান্ট রেটিং দেওয়া থাকে। তারপরও দেখা যায় শেষ রক্ষা হয় না।

তবে শুধু পানি ঢুকলেই যে ফোন নষ্ট হয়, এমন না। ফোন আরও অনেক কারণে নষ্ট হতে পারে। আসুন কিছু কারণ জেনে নেওয়া যাক-

অতিরিক্ত চার্জ করা

ফোন একেবারে ০ শতাংশে এনে চার্জ করা যেমন ফোনের জন্য ক্ষতি তেমনি সারাক্ষণ ফোন চার্জে দিয়ে রাখাও ভালো না। আবার নকল চার্জার ব্যবহারেও ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অতিরিক্ত ঠান্ডা বা গরম

অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই ফোনের জন্য ভালো না। অতিরিক্ত তাপমাত্রায় ফোন গরম হয়ে যেতে পারে। ফলে ফোন নষ্ট হতে পারে খুব সহজেই। স্মার্টফোন দীর্ঘ সময় রোদে ফেলে রাখলে বা গরম গাড়িতে থাকলে ফোনের হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হতে পারে। একইভাবে, বেশি ঠান্ডায় ব্যাটারির কর্মক্ষমতা হ্রাস পায়। ব্যাটারি ড্যামেজ, প্রসেসর স্লো হয়ে যাওয়া, ডিসপ্লে কালার সমস্যা দেখা দিতে পারে।

ধুলাবালি ও অপরিষ্কার চার্জিং পোর্ট

চার্জিং পোর্ট বা হেডফোন জ্যাক পরিষ্কার না রাখলে সেখানে ধুলা জমে সার্কিটে সমস্যা তৈরি করে, ফলে চার্জিং বা অডিও সমস্যা দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন