কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫ মাস ১৮ দিনে পবিত্র কুরআন মুখস্থ করেছে সাইদুল ইসলাম (৮) নামে এক শিশু। উপজেলার বাইড়া বড়বাড়ী দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সাইদুল।
মঙ্গলবার হাফেজ সাইদুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সাইদুল ইসলাম ওই এলাকার সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।
মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ মেহেরবানি ও হিফজ বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং নিজের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সাইদুল। এই শিক্ষার্থী মাত্র সাড়ে ৫ মাসে পবিত্র কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করে।