You have reached your daily news limit

Please log in to continue


পাইরেসি শুধু সিনেমার নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র

মুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক। গত রোববার তাণ্ডবের বিশেষ প্রদর্শনীতে এসে শাকিব জানালেন, পাইরেসি শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।

শাকিব খান বলেন, ‘সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ, কৃষ্টি, কালচার, তার সভ্যতা, তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে আজ সারা বিশ্বে চলছে। এটা আমাদের গর্বের বিষয়। অথচ, এ সময়ে এসে পাইরেসি করে দেওয়া হচ্ছে। একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। গত ঈদেও “বরবাদ”-এর সময় অল্প কদিনের মধ্যে পাইরেসি হয়ে গেল। এবার তো প্রথম সপ্তাহে হয়ে গেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে, সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।’

পাইরেসির কারণে সিঙ্গেল স্ক্রিনে প্রভাব পড়লেও মাল্টিপ্লেক্সগুলোতে এখন দাপটের সঙ্গে চলছে তাণ্ডব। প্রতিদিন সিনেমাটি দেখতে ভিড় করছে দর্শক। দর্শকদের ধন্যবাদ জানিয়ে শাকিব বললেন, পাইরেসির বিরুদ্ধে দর্শক দাঁতভাঙা জবাব দিয়েছে। শাকিবের ভাষ্য, ‘মুক্তির প্রথম সপ্তাহেই একটা কুচক্রী মহল পাইরেসি করে ঘরে ঘরে পাইরেটেড কপি পৌঁছে দিল। তারপরেও দেশের মানুষ হলে এসে সিনেমা দেখছেন। তাঁরাই আসলে দাঁতভাঙা জবাবটি দিয়ে দিল যে, আমরা পাইরেটেড কপি দেখব না। আমরা হলে গিয়েই সিনেমা দেখতে চাই। তাঁদের কাছে অনেক কৃতজ্ঞতা। সব সময় তাঁরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমাকে ভালোবেসে হোক বা বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক, সবাই হলে ছুটে আসছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন