একতরফা নির্বাচন করার পরিণতি কী হতে পারে তা নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, “জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেপ্তার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি, তার ফল কী? জেলখানা। তার ফল কী? মামলা।
“তাই আপনাকে (নির্বাচন কমিশন) উদ্দেশ্যে করে বলতে চাই, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন (সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ) নাই, বিপ্লব (সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার) নাই।