২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী তারা। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বিপক্ষে কঠিন বাস্তবতাই টের পেল আল–আইন। জুভেন্টাসের পর ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হল এশিয়ার দলটি।
আজ ‘জি’ গ্রুপের খেলা আল–আইনকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী ম্যানচেস্টার সিটি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দলটি জুভেন্টাসের কাছে হেরেছিল ৫–০ গোলে।
ইংলিশ ক্লাব সিটি আল–আইনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে জায়গা নিশ্চিত হয়েছে জুভেন্টাসেরও।