You have reached your daily news limit

Please log in to continue


দলকে প্রশ্নবিদ্ধ করতে নারী নেত্রীদের টার্গেট করা হয়

দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেড়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী। রাজনীতিতে নারীদের চ্যালেঞ্জও কম নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বুলিংয়ের শিকার হতে হয় তাদের।

রাজনীতিতে নারীদের চ্যালেঞ্জ, দায়িত্ব, টিকে থাকার বাস্তবতা ও সাম্প্রতিক ঘটনা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান।

জাগো নিউজ: নারীদের রাজনীতি বর্তমানে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে?

হুমায়রা নূর: রাজনীতিতে যোগ দেওয়া আমরা বেশিরভাগ নারীই একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা। কেউ পেশাজীবী কেউ গৃহিণী। জুলাই অভ্যুত্থানে নারীরাই প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিল। সে আকাঙ্ক্ষা থেকেই রাজনীতিতে আসা। বিশ্ববিদ্যালয়ের হল থেকে যখন ছাত্রীরা বের হয়ে আসে তখন জুলাই আন্দোলন অন্য রূপে মাত্রা নিয়েছিল। এখন রাজনীতিতে যোগ দিয়ে দেশের জন্য কিছু করার সুযোগ আছে বলে আমরা মনে করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন