 
                    
                    ‘শাপলা’ প্রতীক হিসেবে চায় জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ফুল ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে চায়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ছিল আজ। এদিন নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেয় কয়েক ডজন দল। বিকেলে আবেদন জমা দেয় নতুন রাজনৈতিক দল এনসিপিও।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তিনটি মার্কার আবেদন করেছি। শাপলা, কলম ও মোবাইল। কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণ–অভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রামবাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভেতরে কাজ করব। নির্বাচনে অংশগ্রহণ করব।’
নিবন্ধনের জন্য ইসির শর্তের অধিক পূরণ করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আশাবাদী, খুব দ্রুত সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাবে। নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।’
শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশনের আইনগুলো আমরা পর্যালোচনা করেছি। দেখেছি সে আইনগুলোতে এ ধরনের কোনো বাধা বা নিষেধ নেই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সে ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আবেদন করেছি। জাতীয় প্রতীকের একটা কথা এসেছে। জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়। শাপলা, দুই পাশে ধানের শীষবেষ্টিত পাটপাতা ও চারটি তারকা—এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক। সে ক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এ দুটিও দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না।’
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                