You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান খরচের রেকর্ড লঙ্কান স্পিনারের

গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্রতে নিষ্পত্তি হয়েছে। এমন ফল অবশ্য আক্ষেপ ঝরিয়েছে টাইগার ক্রিকেটভক্তদের। অনেকের মতে– বাংলাদেশ আরেকটু আগে ইনিংস ঘোষণা করলে জয়ের সুযোগও পেতে পারত। যেখানে টাইগারদের ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ৪ উইকেটে ৭২ রান তুলতেই পঞ্চম দিন শেষ হয়। এই ম্যাচে অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু শান্তদের বিপক্ষে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়েছেন।

এতদিন পর্যন্ত এক টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড ছিল জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার। তিনি ২০১৪ সালে চট্টগ্রামে ২৩৭ রান দিয়েছিলেন। গতকাল শেষ হওয়া গল টেস্টে তাকে ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার দুজন। দুই ইনিংস মিলিয়ে থারিন্দু রত্ননায়েকে ৬টি উইকেট শিকার করলেও, খরচ করেছেন ২৯৮ রান। যা বাংলাদেশের বিপক্ষে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

এ তো গেল বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নজির। অভিষিক্ত ক্রিকেটার হিসেবে টেস্টে সর্বোচ্চ রান খরচের তালিকায়ও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন থারিন্দু রত্ননায়েকে। ২৯ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়েছে গল টেস্ট দিয়ে। ৭৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩৭ উইকেট শিকার এই দো-হাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ছিলেন সবচেয়ে খরুচে। ৪৯.২ ওভারে তিনি দেন ১৯৬ রান। ইকোনমি ছিল ৩.৯৭, যা টেস্টের এক ইনিংসে শ্রীলঙ্কান কোনো বোলারের সর্বোচ্চ। এ ছাড়া দেশটির আর কেউই এক টেস্টে এত রান দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন