সবাই কি সাংবাদিক?

ঢাকা পোষ্ট রাহাত মিনহাজ প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১২:০২

সাংবাদিক কে? সাংবাদিকের দায়িত্ব সীমা কতটুকু? এসব বিষয় নিয়ে সারাবিশ্বেই প্রতিনিয়ত আলোচনা হয়। সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে এক দুর্বৃত্তের ক্যামেরা নিয়ে তল্লাশি চালানো ও ঢাকার বিভিন্ন সড়কে তল্লাশি চালানোর সময় মূলধারার বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ধারণ ও সম্প্রচারে নতুন করে এই বিতর্ক উস্কে দিয়েছে।


নতুন করে সামনে এসেছে সাংবাদিকের দায়িত্ব, দায়বদ্ধতা ও নীতি-নৈতিকতার বিষয়টি। অবাধ ইন্টারনেট সংযোগের যুগে কে সাংবাদিক আর কে অনলাইন প্রচারকারী তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এই সুযোগে আসুন একটু নতুন করে জেনে নিই কে সাংবাদিক আর কে নন।


তথ্যপ্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। তথ্য বিনিময় মানুষের সহজাত প্রবৃত্তি। প্রকৃতির নিয়মেই মানুষ তথ্য জানতে চায়, অন্যকে জানাতে চায়। বরং অবাধ তথ্য বিনিময়ে বাধা তৈরি মানবাধিকার লঙ্ঘন। একজন অতি সাধারণ মানুষ যেমন প্রাপ্ত তথ্য বিনিময় করে থাকেন, একজন সাংবাদিকও গণমাধ্যমের আশ্রয়ে গণমানুষের সাথে তথ্য বিনিময় করে থাকেন।


এখানে উল্লেখ করা প্রয়োজন আগে তথ্য বলতে বলতে শুধু বর্ণমালা লিখিত উপাত্তকে বোঝালেও ইউনেস্কোর সংজ্ঞা অনুযায়ী, বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে তথ্য বলতে—ছবি, ভিডিও, অডিও, গ্রাফিক্স, কার্টুনসহ নানাবিধ বিষয়কে বোঝায়। যার মাধ্যমে মানুষ মনের ভাব বিনিময় করে থাকেন।


তথ্য প্রাপ্তি ও বিনিময় নিয়ে একজন আটপৌরে সাধারণ মানুষ ও সাংবাদিকতার মধ্যে সাদৃশ্য রয়েছে। তবে রয়েছে সুস্পষ্ট বৈসাদৃশ্য ও দায়বদ্ধতার মাপকাঠি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে একজন সাধারণ নাগরিক ও সাংবাদিকের মধ্যে তফাত অনেকটা কমিয়ে এনেছে। যদিও একজন নাগরিক ও সাংবাদিকের মধ্যে সুস্পষ্ট পার্থক্য এখনো বিদ্যমান। সেই পার্থক্য না করতে পারার কারণেই অনেকেই বিপদে পড়ছেন। যাকে ইউনেস্কোর ভাষায় বলা হয় ফাঁদ (Hoaxes).



তাত্ত্বিক আলোচনায় যাওয়ার আগে একটি উদাহরণ দেওয়া যাক। জাওয়াদুর রহমান বাংলাদেশের একজন গুণী সাংবাদিক। দৈনিক বাংলাসহ বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে তিনি কৃতিত্বের সাথে সাংবাদিকতা করেছেন। বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাংবাদিক নামের সম্পাদিত গ্রন্থে তিনি সাংবাদিকতার নীতিমালা শিরোনামের একটি নিবন্ধ লিখেছেন।


সেই নিবন্ধে সাংবাদিকের দায়িত্ব কর্তব্য একজন শল্যবিদের কাজের সাথে তুলনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, একজন চিকিৎসকের হাতের অতি ধারালো ছুরি-কাঁচি ও একজন সমাজবিরোধী সন্ত্রাসীর হাতের ছুড়ি-কাঁচির মধ্যে পার্থক্য আছে। শল্য চিকিৎসক মানুষের শরীরে ছুরি-কাঁচি চালান আরোগ্য লাভের আশায় আর সন্ত্রাসী মানুষের শরীরে ধারালো অস্ত্র ঠেকান প্রাণনাশের উদ্দেশ্যে।


জাওয়াদুর রহমান তথ্যকে সাংবাদিকতার নীতি-নৈতিকতার প্রেক্ষাপটে বলেছেন, একজন সাংবাদিককে কিছু কাজ করতে হবে আর কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। যেটা আধুনিক যুগের সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিনিময়কারীদের সাথে প্রযোজ্য নয়। জাওয়াদুর রহমানের ভাষায়, দায়িত্ব ও দায়বদ্ধতা সাংবাদিকের প্রধান বৈশিষ্ট্য। (সাংবাদিকতা, ১৯৯১, বাংলা একাডেমি, পৃষ্ঠা-১৪৫)


সাংবাদিক বা Journalist শব্দটির উৎপত্তি ১৭০১ সালে। Journalist বা সাংবাদিক শব্দটি উৎপত্তি হয় ফরাসি শব্দ journaliste থেকে। এই ফরাসি journaliste শব্দটি আবার উৎপত্তি হয় ল্যাটিন শব্দ diurnalis থেকে। যার অর্থ প্রত্যাহিক (daily)। প্রথমে এই ডিয়ারনালিস (diurnalis) শব্দটি থেকে journal শব্দের উদ্ভব হয়। যার অর্থ দাঁড়ায় প্রতিদিনের জনগুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত বা রেকর্ড। আর এখান থেকেই উৎপত্তি Journalist শব্দের যার অর্থ যিনি জনগুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত বা রেকর্ড করে থাকেন।


বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা Routledge Taylor Francis Group থেকে ২০০৫ প্রকাশিত Making Journalists গ্রন্থে David H. Weaver নামের এক তাত্ত্বিক সাংবাদিকের একাডেমিক ব্যাখ্যা দিয়েছেন। গ্রন্থটিতে Who are Journalist? নিবন্ধে তিনি লিখেছেন, সাংবাদিক কে বা কারা সেটা দীর্ঘদিন যথাযথভাবে সংজ্ঞায়িত করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও