You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় সনদে কী থাকছে, বাস্তবায়ন কীভাবে?

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের উদ্যোগের ধারাবাহিকায় জুলাই মাসে জাতীয় সনদ স্বাক্ষরের কথা বলা হচ্ছে, যেখানে সংস্কারের নানা বিষয় থাকবে।

জাতীয় ঐকমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রস্তুত হচ্ছে, যা বাস্তবায়নে দলগুলো অঙ্গীকার করবে।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলছেন, এই সনদের আলোকে আগামী দিনে সংসদে আসা দলগুলো সংস্কার বাস্তবায়ন করবে, যার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে।

২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়।

গত অক্টোবরে প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি যাত্রা করে জাতীয় ঐকমত্য কমিশন।

সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। দলগুলোর মধ্যে ৩৩টি তাদের মতামত দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন