You have reached your daily news limit

Please log in to continue


গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

গত তিনটি জাতীয় নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দলের রোববার নির্বাচন কমিশন ও শেরেবাংলা নগর থানায় যাওয়ার কথা রয়েছে।

মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের দায়িত্ব থাকা প্রধান নির্বাচন কমিশনারদেরও নাম উল্লেখ করা হবে।

নির্বাচনগুলো ঘিরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনিয়মের ঘটনায় সাবেক নির্বাচন কমিশনারদের ভূমিকা তদন্তের নির্দেশ দেওয়ার পর বিএনপি এই সিদ্ধান্তের কথা জানালো।

ড. ইউনূস গত ১৬ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এবং তদন্ত পরিচালনার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

সূত্র জানিয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করবে।

গত জানুয়ারিতে নির্বাচনী সংস্কার কমিশন একটি সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন