এই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে সোনা জিতলেন আব্দুর রহমান আলিফ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই তরুণ আর্চার দারুণ উচ্ছ্বসিত। এখন তার চোখে আরও বড় স্বপ্নের বুনন। এশিয়া কাপ আর্চারিতে সোনা জয়ের আনন্দের রেশ তিনি টেনে নিতে চান অলিম্পিকসের আঙিনায়।
সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ এককের ফাইনালে শুক্রবার জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন আলিফ।
গত সেপ্টেম্বরে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে তিনি হেরেছিলেন চীনের প্রতিযোগীর বিপক্ষে। এবার হাসলেন সাফল্যের হাসি।