ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাগচির উদ্ধৃ্তি দিয়ে বলেছে, “আমেরিকানরা আলোচনা চায়। তারা কয়েকবার বার্তাও পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আগ্রাসন না থামা পর্যন্ত কোনও আলোচনা হওয়ার সুযোগ নেই।”
“এই অপরাধের শরিক আমেরিকার সঙ্গে আমাদের কোনও আলোচনা নেই।” ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে জেনিভায় যাওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এসব কথা বলেন আরাগচি।