You have reached your daily news limit

Please log in to continue


ফেনীতে মুহুরী ও সিলোনিয়ার বাঁধে ভাঙন, ৯ গ্রাম প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের দুটি স্থান ভেঙে অন্তত ৯ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

বৃহস্পতিবার বিকাল থেকে সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে পানি ঢুকতে শুরু করে এবং রাতে মুহুরী ও সিলোনিয়া নদীতে ভাঙন দেখা দেয় বলে জানিয়েছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম।

তিনি বলেন, টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদী, সিলোনিয়া নদী ও কহুয়া নদীতে পানি বাড়তে শুরু করে।

প্রবল পানির তোড়ে বৃহস্পতিবার রাত ১০টার পর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিক পাড়া গ্রামের সহদেব বৈদ্যের বাড়ি-সংলগ্ন মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে গেছে।

ফুলগাজীর স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বনিপাড়া, বিজয়পুর, বসন্তপুর, জগৎপুর, গোসাইপুর, নীলক্ষী, করইয়া গ্রাম প্লাবিত হয়েছে।

বড়ইয়া গ্রামের বাসিন্দা মরণ চন্দ্র বলেন, “বৃহস্পতিবার রাত থেকে নদীর পানি ঘরে পানি ঢুকে পড়ায় শিশুসহ ঘরের সকলে পানিবন্দি হয়ে পড়েছি। ঘরের আসবাবপত্র সব পানিতে ডুবে রয়েছে। চুলা জ্বালাতে না পারায় রাত থেকে রান্না করা খাবার গ্রহণ বন্ধ রয়েছে৷”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন