You have reached your daily news limit

Please log in to continue


প্রতিবেশীর যেন ক্ষতি না হয় তা খেয়াল রাখতে হবে

ইসলাম এমন এক পরিপূর্ণ ধর্ম যার শিক্ষার মাঝে সব কিছু বিদ্যমান। আত্মীয় এবং প্রতিবেশীর সাথে উত্তম আচরণে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়ীকরণ, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা এবং প্রতিবেশীদের সাথে ভাল ব্যবহার সম্পর্কে আল্লাহতায়ালা পবিত্র কুরআনে আরো ইরশাদ করেছেন, ‘এবং তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না, এবং সদয় ব্যবহার কর পিতা মাতার সাথে, আত্মীয় স্বজন এবং এতিম এবং মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশীগণের সাথে এবং সঙ্গী সহচর এবং পথচারীগণের সাথে এবং তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, তাদের সাথে। আল্লাহ তাদেরকে আদৌ ভালোবাসেন না যারা অহংকারী দাম্ভিক।’ (সুরা নেসা, আয়াত: ৩৬)

এখানে আল্লাহতাআলা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে, আমরা যেন নিজেদের ভাই, আত্মীয়-স্বজন, আপনজন এবং প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করি, তাদের সাথে সহযোগিতা করি, তাদের প্রয়োজন হলে সাহায্য করি, যতদূর সম্ভব তাদের কল্যাণ পৌঁছাই এবং এমন সব লোকদেরকেও সাহায্য করবো যাদেরকে আমরা জানি না, কেননা যদিও তাদের সাথে আমাদের কোন প্রকার আত্মীয়তার সম্পর্ক নেই, অল্প সময়ের জন্য সাক্ষাৎ হয়েছে, তাদেরও যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয়, আমাদেরকে সাহায্য করতে হবে।

পবিত্র কুরআনে আল্লাহপাক আরো ইরশাদ করেছেন, ‘তোমরা নিজেদের মাঝে নিকটাত্মীয় সুলভ ভালোবাসা প্রদর্শন কর। এছাড়া আমি তোমাদের কাছে আর কোন প্রতিদান চাই না। আর যে-ই কোন পূর্ণ কাজ করে আমরা তার জন্য তার পুণ্যের সৌন্দর্য আরও বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও অতি গুণগ্রাহী।’ (সুরা আশ শুরা, আয়াত: ২৩)

উক্ত আয়াত থেকে বিষয়টি স্পষ্ট, আল্লাহতায়ালার ইচ্ছা হলো সবাই যেন আত্মীয়তার ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে। যারা ইমানদার এবং সৎকাজ করে তারা কখনই ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করে না। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাতে বিশ্বাস রাখে সে যেন স্বীয় প্রতিবেশীকে সম্মান করে।’ (বুখারি) অন্যত্র হজরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে। (মুসলিম)

আমরা যদি কুরআন ও মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষার ওপর আমল করি তাহলে একটি চমৎকার ইসলামি সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামে যে সকল অধিকারের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রতিবেশীর অধিকার সম্পর্কে অধিক মাত্রায় তাগিদ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহপাক প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখার জন্য ঘোষণা করেছেন আর এ ব্যাপারে হাদিসেও ব্যাপক আলোচিত হয়েছে।

হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জিব্রাইল এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকেন। আমার মনে হল হয়ত তিনি প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ বানিয়ে দেবেন।’ (মুসলিম শরিফ)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন