You have reached your daily news limit

Please log in to continue


‘উৎসব’ দেখতে গিয়ে আবেগপ্রবণ জাহিদ হাসান

এবার ঈদের চমক পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর থেকে প্রতিদিন বেড়েছে দর্শক। দুই সপ্তাহ পরেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। অভিনয়শিল্পীরাও প্রতিদিন সিনেমার প্রচারে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে। তবে অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জাহিদ হাসান। অবশেষে গত বুধবার উৎসবের বিশেষ প্রদর্শনীতে দেখা মিলল এই অভিনেতার। উৎসব নিয়ে দর্শকের আগ্রহে মুগ্ধ জাহিদ হাসান। কথা বলতে গিয়ে একসময় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। ছলছল চোখে বললেন, ‘মানুষ আমাকে ভালোবাসলে আমার কান্না পায়।’

এতদিনে ঈদ উৎসব শুরু

ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি হন অভিনেতা জাহিদ হাসান। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থতার কারণে উৎসবের প্রচারে থাকতে পারেননি। তাই উৎসব দেখতে এসে শুরুতে জাহিদ হাসান জানালেন, তাঁর ঈদ উৎসব শুরু হলো। অভিনেতা বলেন, ‘ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের বেডে শুয়ে ঈদ কেটেছে। উৎসব রিলিজের প্রথম দিন থেকে সবাই এত ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু আমি আসতে পারছিলাম না। তরুণদের পাশাপাশি অনেক বয়স্ক মানুষ সিনেমাটি দেখতে এসেছেন। পরিবার নিয়ে দেখতে এসেছেন। যখন রিভিউ দেখছিলাম আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। এত দিন পর সিনেমাটি সবার সঙ্গে দেখতে এলাম। মনে হচ্ছে আমার ঈদ শুরু হলো।’

কৃতজ্ঞতা প্রকাশ

অভিনেতাদের পাশাপাশি সিনেমার সঙ্গে জড়িত থাকেন অনেক মানুষ। উৎসবের সাফল্যের পর জাহিদ হাসান স্মরণ করলেন সেসব মানুষকে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা বলেন, ‘উৎসবের প্রযোজক, পরিচালক, প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। শুটিংয়ের সময় রাগ করি, কিন্তু মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখে মাথা নুয়ে আসে। আমার সহশিল্পীদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। সাধারণত আমরা দেখি, একটা কাজে কেন্দ্রীয় চরিত্র ছাড়া বাকি চরিত্রগুলো অনেকে করতে চায় না। কিন্তু এই সিনেমায় আমার সঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীরা। তাঁরা আমার কথায় আমার সঙ্গে কাজ করেছেন, এ জন্য তাঁদের কাছে অনেক কৃতজ্ঞ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন