You have reached your daily news limit

Please log in to continue


বাঁ পায়ের ‘তুলি’তে মায়ামির ইতিহাস লিখলেন মেসি

দেজা ভ্যু—বর্তমানের কোনো ঘটনা, যা অতীতেও ঘটেছে বলে মনে হয়, তা বোঝাতে ফরাসি ভাষার এ কথাটি বহুল প্রচলিত। ফ্রি–কিক থেকে গোল করে লিওনেল মেসির দলকে জেতানোর ঘটনাও তেমন কিছুই। কদিন পরপরই এ ঘটনা ঘটে আর মনে হয় আগেও কোথাও দেখেছিলাম!

সেই একই ঘটনা ঘটেছে গতকাল রাতেও। ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে শুরুতে পিছিয়ে যাওয়ার পরও মেসির গোলে জিতেছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করা মায়ামি এবার জিতেছে ২–১ গোলে। কনকাক্যাফ অঞ্চলের (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল) প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারাল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলে এগিয়ে যায় পোর্তো। পর্তুগিজ ক্লাবটি বল দখল এবং সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল মায়ামির চেয়ে। কিন্তু সুযোগ কাজে লাগানোয় তাদের পেছনে ফেলেছে মায়ামি। প্রথমার্ধে অবশ্য এগিয়ে থেকেই বিরতিতে যায় পোর্তো।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ থেকে ৫৪ মিনিটের মধ্যে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৪৭ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে মায়ামি। ৭ মিনিট পর জাদুকরি এক মুহূর্ত উপহার দেন মেসি। বক্সের বাইরে মেসি ফাউলের শিকারের হওয়ার পরই ফ্রি–কিকটি পেয়েছিল মায়ামি। সে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মেসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন