You have reached your daily news limit

Please log in to continue


এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ তুললেন নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ নীলা ইস্রাফিল। তাঁর অভিযোগ, তুষার বিভিন্ন সময়ে তাকে কেবল ‘আপত্তিকর কথা’ এবং ‘খারাপ প্রস্তাব’ই দেননি, এনসিপি থেকে দূরে সরানোরও চেষ্টা করেন।

আজ বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নীলা, যেখানে তিনি নিজেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী এবং এনসিপির কর্মী হিসেবে দাবি করেন। ফেসবুকে সম্প্রতি যে অডিওকল ফাঁস হয়েছে, তাতে তুষারের সঙ্গে কথা বলা নারীটি যে তিনি-ই, তা তার এই পোস্টের মধ্য দিয়ে পরিষ্কার হলো।

ফেসবুক পোস্টে নীলা ইস্রাফিল বলেন, ‘রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না। কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। একপর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে, সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন