You have reached your daily news limit

Please log in to continue


শাকিব-নিশো-সিয়াম-মধুমিতাদের ঘিরে যা রটছে, তার কতটা সত্য, কতটা গুঞ্জন

তারকা মানেই যেন গুঞ্জনের শেষ নেই। কখনো পেশা, কখনো ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ঘিরেই আলোচনায় থাকেন তারকারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন বাড়ছে শাকিব খান, নিশো, সিয়াম ও রায়হান রাফীদের ঘিরে। এসব গুঞ্জনের কতটা সত্য আর কতটা রটছে, সেটাই এখন দেখার পালা। কারণ, এর আগে ‘তাণ্ডব’ ঘিরে সব গুঞ্জন সত্য হয়েছে। এবার নতুন করে কী গুঞ্জন ছাড়াচ্ছে, সেগুলো নিয়ে কী বলছেন কলাকুশলীরা।

‘তাণ্ডব’ আলোচনায় আসার পর গুঞ্জন শুরু হয়, শাকিব খান ও নিশোকে ঘিরে। ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গেছে। শাকিব খানের সঙ্গে ছবিতে অতিথি চরিত্রে ছিলেন আফরান নিশো। দুই অভিনেতার ভক্তরা বলছেন, আবার তাঁরা জুটি হয়ে আসছেন। এবার তাঁদের দেখা যাবে ‘সুড়ঙ্গ–২’ সিনেমায়। এমনকি গল্প কী হবে, সেটাও ভক্তরা ভাগাভাগি করছেন।

এক ভক্ত লিখেছেন, রায়হান রাফীর চলচ্চিত্র ‘সুরঙ্গ’–এর সম্ভাব্য সিকুয়েলে দেখা যাবে মাসুদের (আফরান নিশো) গ্যাংস্টার হয়ে ওঠার রুদ্ধশ্বাস গল্প। একসময়ের নিরীহ ও নিঃসঙ্গ মাসুদ কেমন করে গ্যাংস্টার–জগতে প্রবেশ করে, সেই রোমাঞ্চকর অভিযাত্রাই হবে এই পর্বের কেন্দ্রবিন্দু। সেখানে আরেক ভক্ত মন্তব্য করেছেন, এই গল্পে থাকবে ব্যাংক ডাকাতির অংশ। এটা নিয়েই মুখোমুখি হবেন শাকিব–নিশো। এমন কোনো সম্ভাবনা কি আদৌ আছে?

‘তাণ্ডব’ সিনেমার আগেও গুঞ্জন ছড়িয়ে ছিল, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে নিশোকে। পরবর্তী সময়ে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও গুঞ্জনই সত্যি হয়। এবারের গুঞ্জন নিয়ে রাফী বলেন, ‘দর্শকেরা আমাদের ভালোবাসেন। তাঁরা আমাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন, ফেসবুক গরম করে যুক্তি–তর্ক করছেন, এটা বেশ ভালোই লাগে। দিন শেষে তো তাঁরাই আমাদের শক্তি। তাঁরা কথা বলতে থাকুন। কিন্তু কী হচ্ছে, এ বিষয়ে কিছু বলতে পারব না। এখন “তাণ্ডব” হলে চলছে। দর্শকদের বলব, হলে গিয়ে ছবিটি দেখুন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন