
ইরানে শাসন পরিবর্তন অভিযানের মূল লক্ষ্য নয়: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
ডেইলি স্টার
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ২১:০৯
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, ইরানে শাসন পরিবর্তন আইডিএফ-এর (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সামরিক অভিযানের মূল লক্ষ্য নয়। এটি হয়তো এর একটি ফলাফল হতে পারে, তবে এটি উদ্দেশ্য নয়।
বিবিসি জানায়, ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিশন লেওনে ইরানি হামলায় ক্ষয়ক্ষতি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
সার সেখানে সাংবাদিকদের বলেন, 'ইসরায়েলের তিনটি প্রধান লক্ষ্য রয়েছে: প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচিতে মারাত্মক আঘাত হানা– আমরা এখনো তা শেষ করিনি।'
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এখন ইরানের আকাশসীমায় প্রাধান্য বিস্তার করছে দাবি করে তিনি বলেন, 'আমাদের আরও লক্ষ্য রয়েছে।'
'দ্বিতীয় লক্ষ্য হলো- ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মারাত্মক ক্ষতিসাধন এবং শেষ লক্ষ্য হলো- ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনাকে মারাত্মকভাবে ব্যাহত করা', বলেন তিনি।