You have reached your daily news limit

Please log in to continue


সংলাপে ফিরবে জামায়াত, সরকার সম্পূর্ণ নিরপেক্ষ: প্রেস সচিব

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের নতুন দফার আলোচনা ‘বয়কট’ করে প্রথম দিন না এলেও দ্বিতীয় দিন জামায়াতে ইসলামী যোগ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একই সঙ্গে বিএনপির প্রতি অন্তর্বর্তী সরকারের ‘একপক্ষীয় আচরণ’ নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে তার দাবি, বর্তমান সরকার ’সর্বোচ্চ নিরপেক্ষতা’ বজায় রেখেছে।

মঙ্গলবার বিকালে প্রেস সচিব জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস বিফ্রিংয়ে জামায়াতের সংলাপে অংশ না নেওয়া বিষয়ক প্রশ্নে তিনি বলেন, "জামায়াতে ইসলামী আগামীকাল (বুধবার) যোগ দেবে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। একদিন অনুপস্থিত থাকতেই পারে। আগামীকাল ভালোভাবে থাকবে।"

কারণ জানতে চাইলে তিনি বলেন, "কারণ জানি না, তবে আগামীকাল আসবে।"

এ বিষয়ে বিকালে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন