You have reached your daily news limit

Please log in to continue


নতুন রাজনৈতিক ভাবনা, নতুনদের ভাবনায় রাজনীতি

এক কাঠমিস্ত্রি সন্ধ্যাবেলায় ঘরের চাল থেকে ঠাস করে পড়ে গেলেন। উদ্বিগ্ন বাড়িওয়ালা দৌড়ে এসে বললেন, ‘আহা রে ভাই! খুব কি ব্যথা পেলেন?’ কিঞ্চিৎ বিব্রত মিস্ত্রি কোমরের ব্যথা দাঁতে চেপে কাষ্ঠহাসি দিয়ে বলেন, ‘আরে না না; আমি তো এভাবেই চাল থেকে নামি।’

আমাদের কিছু কিছু রাজনীতিকের ইদানীংকার কথাবার্তা গ্রামাঞ্চলে প্রচলিত এ গল্পের কাঠমিস্ত্রির মতো মনে হচ্ছে। তাঁদের কথাবার্তায় বোঝা যাচ্ছে, তাঁরা যা বলছেন, তা সত্য কথা না; ঠিক কথা না; ন্যায্য কথা না; বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ কথা না। তাঁরা আগে যে রকম এলোমেলো ও অপ্রাসঙ্গিক কথা বলতেন, পরিবর্তিত নতুন বাংলাদেশেও তাঁদের সে স্বভাব বদলায়নি।

কেউ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির ধর্মবিশ্বাস নিয়ে অবান্তর প্রশ্ন উত্থাপন করছেন। কেউ প্রস্রাব-প্রবাহে প্রতিপক্ষকে ভাসিয়ে দেওয়ার মতো অশোভন বচনের উৎসারণে রাজনৈতিক পরিবেশকে পূতিগন্ধময় করে তুলছেন। গত ১৫ বছর যে নেতাকে উচ্চ স্বরে কথা বলতে শোনা যায়নি, তাঁকেও এখন যাকে–তাকে হুমকি–ধমকি দিতে দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন