You have reached your daily news limit

Please log in to continue


সময়মতো নির্বাচন হবে, একটু ধৈর্য ধরি: আমীর খসরু

দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সময়মতো নির্বাচন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দিই।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লন্ডন বৈঠক জাতির জন্য ইতিবাচক ঘটনা বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমি তো মনে করি লন্ডনে যে বৈঠক হয়েছে, জাতির জন্য একটা বড় ইতিবাচক ঘটনা ঘটেছে। বৈঠকটাকে আমরা সেভাবেই দেখি। এটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতে সামনে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘খুবই সুষ্ঠু বিবেচনাপ্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্যসহকারে এগোতে থাকি।’

সময়মতো নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, সবকিছুর সমাধান আগামী দিনে হবে এবং দেশে সময়মতো নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এতদিন যে ত্যাগ স্বীকার করেছি আমরা, সেটা সময়মতো হবে। দেশ সেদিকেই যাচ্ছে, আমরা বিশ্বাস করি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন